বাণিজ্যবিরোধ নিরসনে ১৬ দেশের সঙ্গে জোটবদ্ধতায় ইইউ

প্রকাশ: জানুয়ারি ২৬, ২০২০

বণিক বার্তা ডেস্ক

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আপিল বিচার ব্যবস্থা ব্যবহার করে বাণিজ্যবিরোধ নিরসনে ১৬টি দেশের সঙ্গে একটি জোট গঠনে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যুক্তরাষ্ট্রের একতরফা বাণিজ্য নীতির কারণে কোণঠাসা হয়ে পড়া ডব্লিউটিও সচল রাখার স্বার্থে পদক্ষেপ নেয়া হয়েছে। খবর ব্লুমবার্গ।

সুইজারল্যান্ডের দাভোসে ওয়াল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের ফাঁকে ১৬টি রাষ্ট্রের সঙ্গে জোট গঠনে সম্মত হয় ইইউ। ১৬টি দেশ হচ্ছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, গুয়াতেমালা, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, নরওয়ে, পানামা, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড উরুগুয়ে।

বাণিজ্যবিরোধ নিষ্পত্তির সর্বোচ্চ আদালত হিসেবে পরিচিত ডব্লিউটিওর আপিল বিভাগে গত বছর অচলাবস্থার সূচনা করে ট্রাম্প প্রশাসন। সাত সদস্যের আপিল বিভাগে প্রত্যেক সদস্যের মনোনয়নের বিরুদ্ধেই ভেটো দিয়েছে ওয়াশিংটন। এতে গত ১১ ডিসেম্বর পর্যন্ত আপিল বিভাগে মাত্র একজন সক্রিয় সদস্যই আছেন। যেখানে কোনো রায় দিতে অন্তত তিন সদস্যের অংশগ্রহণ প্রয়োজন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫