টুইটার ডিরেক্ট মেসেজে ইমোজি ফিচার

প্রকাশ: জানুয়ারি ২৬, ২০২০

বণিক বার্তা ডেস্ক

টুইটার তাদের ডিরেক্ট মেসেজ সেবায় ইমোজি ফিচার এনেছে। ফলে টুইটারে মেসেজিংয়ের সময় এখন প্রতিক্রিয়া জানাতে বিভিন্ন ইমোজি ব্যবহারের সুবিধা পাবেন টুইটার ব্যবহারকারীরা। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

টুইটার গত বছর জানিয়েছিল, তারা ডিরেক্ট মেসেজ সেবায় ইমোজি ফিচার আনতে পরীক্ষা চালাচ্ছে। ফিচারটি একযোগে ওয়েব, অ্যান্ড্রয়েড আইওএস প্লাটফর্মের ব্যবহারকারীদের জন্য উন্মোচন করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মেসেজের সঙ্গে ইমোজি জুড়ে দেয়া মাত্র ডিরেক্ট মেসেজে সব অংশগ্রহণকারী একটি করে নোটিফিকেশন পাবেন। যারা টুইটারের সর্বশেষ সংস্করণটি ব্যবহার করছেন, তারা ভিন্ন আরেকটি মেসেজের মাধ্যমে প্রতিক্রিয়া যোগ করার খবর পাবেন।

বিবৃতিতে টুইটার জানায়, ব্যবহারকারীরিঅ্যাকশনবাটনে ক্লিক করে ডিরেক্ট মেসেজে ইমোজি যোগ করতে পারবেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫