দরপতনে জ্বালানি তেলের সাপ্তাহিক বাজার

প্রকাশ: জানুয়ারি ২৫, ২০২০

বণিক বার্তা ডেস্ক

অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। বৃহস্পতিবার পণ্যটির দাম আগের দিনের তুলনায় ২ শতাংশ কমেছে। এছাড়া সর্বশেষ সপ্তাহে জ্বালানি পণ্যটির গড় দাম আগের সপ্তাহের তুলনায় ৫ শতাংশ কমেছে। খবর রয়টার্স।

জ্বালানি তেলের শীর্ষ ভোক্তা দেশ চীনজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। রহস্যজনক ভাইরাসের আক্রমণে এরই মধ্যে দেশটিতে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছে ৬০০ জনের বেশি। দ্রুত ছড়িয়ে পড়া এ ভাইরাসের প্রভাবে দেশটির পর্যটন, জ্বালানি চাহিদা ও অর্থনৈতিক সম্ভাবনাকে সংকুচিত করে আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে সামগ্রিকভাবে জ্বালানি তেলের চাহিদা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা পণ্যটির দরপতনে প্রভাবক হিসেবে কাজ করছে। তবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুদ হ্রাস পাওয়ায় পণ্যটি বড় ধরনের পতন থেকে রক্ষা পেয়েছে।

বৃহস্পতিবার ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট বেচাকেনা হয়েছে ৬২ ডলার শূন্য ৪ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ ডলার ১৭ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ কম। এ সময় ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৫৫ ডলার ৫৯ সেন্ট, আগের দিনের তুলনায় যা ১ ডলার ১৫ সেন্ট বা ২ শতাংশ কম।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫