স্কুল-কলেজের শিক্ষার্থীদের সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকা পরিদর্শন

প্রকাশ: জানুয়ারি ২৪, ২০২০

সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা সেনাবাহিনীর শীতকালীন মহড়া এলাকার কার্যক্রম পরিদর্শন করেছেন। গত রোববার গাজীপুরের কালিয়াকৈরে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) ৪০৩ ব্যাটল গ্রুপের শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন তারা। পরিদর্শনকালে আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), লে. জেনারেল শফিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এদিকে খুলনায় নৌবাহিনীর উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য চালু হচ্ছেবিএন আশার আলো স্কুল। সম্প্রতি এ উপলক্ষে একটি পরিচিতিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা নৌ-অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।আইএসপিআর     


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫