দুর্নীতিবাজ কেউ বাদ যাবে না: দুদক চেয়ারম্যান

প্রকাশ: জানুয়ারি ২৪, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি সাতক্ষীরা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, যত বড় আমলা বা রাজনীতিক হন না কেন দুর্নীতিবাজ কেউ বাদ যাবে না। গতকাল সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা স্বাস্থ্য বিভাগের দুর্নীতি কোনোভাবেই বরদাশত করা হবে না উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, সব ধরনের কোচিং নোটবই বন্ধ করতে হবে। এজন্য জেলা প্রশাসককে কঠোর হওয়ারও নির্দেশ দেন তিনি।

ইকবাল মাহমুদ বলেন, দেশে এমন কোনো চাপওয়ালা ব্যক্তি নেই, যার চাপের কাছে আপনারা মাথানত করবেন। সে যত বড় শক্তিশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে। দুর্নীতি সমাজ থেকে কমিয়ে আনতে না পারলে আমরা উন্নত রাষ্ট্রে পৌঁছতে পারব না। নদী, খাল, সরকারি জমি দখলকারী ব্যক্তি যে- হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫