বাংলাদেশের বিদায় ফাইনালে বুরুন্ডি

প্রকাশ: জানুয়ারি ২৪, ২০২০

ক্রীড়া প্রতিবেদক

স্বাগতিক বাংলাদেশের বিদায়ঘণ্টা বাজিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে উঠল আফ্রিকার দেশ বুরুন্ডি। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বাগতিকদের - গোলে হারিয়েছে ১৫১ র্যাংকধারী দলটি। ম্যাচে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন বুরুন্ডির স্ট্রাইকার এনশিমিরানো জসপিন। আগামীকাল শিরোপার লড়াইয়ে আসরে গতবারের চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মুখোমুখি হবে বুরুন্ডি।

নিয়ে টানা দ্বিতীয়বার বঙ্গবন্ধু গোল্ড কাপে সেমিফাইনাল থেকে বিদায় নিল বাংলাদেশ। গতবার ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিকদের হারিয়ে দিয়েছিল ফিলিস্তিন। আসরে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা সাফল্য ২০১৫ সালে ফাইনাল খেলা।

গতকাল দর্শকঠাসা গ্যালারির সমর্থন নিয়ে শুরুতে কিছুটা তেড়েফুঁড়ে খেলা শুরু করে বাংলাদেশ। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় আসেনি কাঙ্ক্ষিত গোল। ম্যাচ শুরুর মিনিটের মধ্যেই হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন শ্রীলংকার বিপক্ষে জোড়া গোলের নায়ক মতিন মিয়া। তার শূন্যতা পূরণ করতে পারেননি বাকিরা। ম্যাচের মিনিটের সময় ইব্রাহিমের জোরালো শট প্রতিহত করেন বুরুন্ডি গোলরক্ষক। ২২ মিনিটের মাথায় সুযোগ হাতছাড়া করেন মতিনের বদলি হিসেবে নামা মাহবুবুর রহমান সুফিল।

ম্যাচে বুরুন্ডি লিড পায় ৪২ মিনিটে। সময় সতীর্থ ব্যালানচার্ডের ক্রস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন জসপিন। প্রথমার্ধের ইনজুরি টাইমে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন জসপিন। আবারো ব্যালানচার্ডের ক্রস থেকে বাংলাদেশের ডিফেন্ডাররা কিছু বুঝে ওঠার আগেই হেডের সাহায্যে বল জালে জড়িয়ে দেন জসপিন।

দুই গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে স্বাগতিকরা। তৃতীয় মিনিটেই সুযোগ এসেছিল। ফাঁকায় বল পেয়েও বুরুন্ডি গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি সাদ উদ্দিন। স্বাগতিক ফরোয়ার্ডদের গোল মিসের মহড়া চলতেই থাকে। ম্যাচের ৭৮ মিনিটে বাংলাদেশের বিদায় নিশ্চিত করে দেন জসপিন। টুর্নামেন্টে দ্বিতীয় হ্যাটট্রিক করেন বুরুন্ডির গোলমেশিন। টুর্নামেন্টে দলের ১০ গোলের মধ্যে সাতটিই করেছেন জসপিন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫