ওপেক প্লাসের পরবর্তী বৈঠক মার্চে

প্রকাশ: জানুয়ারি ২৩, ২০২০

বণিক বার্তা ডেস্ক

জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর সংস্থা ওপেক এর সহযোগী জোটের প্রতিনিধিদের পরবর্তী বৈঠক আগামী মার্চে অনুষ্ঠিত হবে। ওপেকের মহাসচিব মোহাম্মদ বারকিন্দ সম্প্রতি তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

তিনি জানান, অংশগ্রহণকারী কোনো প্রতিনিধি এখন অবধি বৈঠকের সময় নিয়ে আপত্তি প্রকাশ বা তা পরিবর্তনের জন্য বলেনি।

জ্বালানি তেলের অব্যাহত দরপতন রোধে ওপেক প্লাস জোট চার বছর ধরে কাজ করে যাচ্ছে। ধারাবাহিকতায় বিদায়ী বছরের ডিসেম্বরে ওপেকভুক্ত ১৪টি দেশ, রাশিয়া অন্য নয়টি দেশ যৌথভাবে দৈনিক গড়ে ১৭ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হ্রাসসংক্রান্ত একটি চুক্তি সই করে, যার মেয়াদ আগামী মার্চে শেষ হবে। তবে যুক্তরাষ্ট্র ব্রাজিলসহ ওপেক প্লাসবহির্ভূত দেশগুলোর বাড়তি উত্তোলনের জেরে পণ্যটির বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে জোটটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫