সেমিফাইনালে বাংলাদেশের নারীরা

প্রকাশ: জানুয়ারি ২২, ২০২০

ক্রীড়া প্রতিবেদক

শেষ বলের স্নায়ুক্ষয়ী ম্যাচ জিতে চার দলের টুর্নামেন্টে ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশের মেয়েরা। গতকাল পাটনায় থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ের জন্য শেষ বলে বাংলাদেশের প্রয়োজন পড়ে মাত্র রান। ফাহিমা খাতুন বলকে সীমানাছাড়া করে নিশ্চিত করেন দলের জয়। আজ ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতবিদলের।

চার দলের এই টি২০ আসরে গতকাল আগে ব্যাট করতে নেমে উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে থাইল্যান্ড। ৬০ রানের ইনিংস খেলেন ওপেনার নান্তাকান চন্দম। জবাবে ব্যাট করতে নেমে ১১২ রানের মাথায় অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। কিন্তু কোনো অঘটন ঘটতে দেননি ফাহিমা। ১৩ বলে অপরাজিত থাকেন ২৮ রানে। ৩৮ রান করে দলের পক্ষে সর্বোচ্চ স্কোরার  শামিমা সুলতানা। এছাড়া সাজিদা ইসলামের ব্যাট থেকে আসে ২১ রান।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫