সাইবেরিয়ায় অগ্নিদগ্ধ হয়ে ১১ জনের মৃত্যু

প্রকাশ: জানুয়ারি ২২, ২০২০

বণিক বার্তা ডেস্ক

রাশিয়ার সাইবেরিয়ায় এক গ্রামে একতলা একটি কাঠের বাড়িতে আগুনে ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালের ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। দেশটির জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পর ওই ভবনে বসবাসরত একজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিহতদের মধ্যে উজবেকিস্তানের ১০ জন তাজিকিস্তানের এক নাগরিক রয়েছেন। খবর ওয়াশিংটন পোস্ট।

অগ্নিকাণ্ডের শিকার কাঠের বাড়িটি ভাড়া নিয়েছিল নামহীন এক চীনা প্রতিষ্ঠান। বাড়িটি -মিল শ্রমিকদের ডরমিটরি হিসেবে ব্যবহার করা হচ্ছিল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভবত ইলেকট্রিক হিটারের ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।

তোমস্ক অঞ্চলের ওই বাড়িতে মোট ১৪ জন শ্রমিক বাস করছিলেন। তারা উজবেকিস্তান, তাজিকিস্তান চীনের নাগরিক। আগুন ছড়িয়ে পড়ার পর এর মধ্যে দুজন বেরিয়ে আসতে সক্ষম হন। মারা যান ১১ জন। তবে নিখোঁজ ব্যক্তির বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনায় একটি মামলা করেছে রাশিয়ার পুলিশ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫