বাকৃবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশ: জানুয়ারি ২২, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি ময়মনসিংহ

এক ছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঈশা খাঁ হল শাখা ছাত্রলীগের সহসভাপতি হাসিবুল হাসানকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব সিদ্ধান্তের কথা জানায়।

সাময়িক বহিষ্কৃতরা হলেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের স্নাতকে শেষ বর্ষের ছাত্র নাসির উদ্দিন, ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মোবাশ্বের হোসেন, শামীম রেজা কৃষি অনুষদের শিক্ষার্থী সাফায়েতুল ইসলাম তন্ময়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যায় নাসির, মোবাশ্বের, শামীম তন্ময় মিলে এক ছাত্রীকে উত্ত্যক্ত করলে হাসিবুল হাসান তাদের বাধা দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে হাসানের ওপর চড়াও হন। খবর পেয়ে হাসানের অনুসারীরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে মারামারি লেগে যায়। ঘটনায় প্রক্টরিয়াল বডির সভা ডাকেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক . মো. আজহারুল হক। সভায় নাসির, মোবাশ্বের, শামীম তন্ময়কে সাময়িক বহিষ্কার, হাসিবুল হাসানকে কারণ দর্শানোর নোটিস এবং ক্রপ বোটানি বিভাগের অধ্যাপক . একেএম জাকির হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার (শিক্ষা) সারওয়ার জাহান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫