বন্দরে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশ: জানুয়ারি ২২, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ বন্দরে প্রায় পাঁচ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস। গতকাল ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ব্যবস্থা নেয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার। সময় তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক মো. জাফরুল আলম পুলিশের কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

ইউএনও শুক্লা সরকার জানান, গতকাল ধামগড় ইউনিয়নে অভিযান চালানো হয়।

সময় হালুয়াপাড়া, দশদোনা, কাজিপাড়া, শ্রীরামপুর কাইনালিভিটা গ্রামের প্রায় পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নিয়ে চলমান অভিযানে বন্দর উপজেলায় প্রায় ২৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫