দেড় হাজার কোটি ডলার এফডিআই প্রত্যাশা তুরস্কের

প্রকাশ: জানুয়ারি ২২, ২০২০

বণিক বার্তা ডেস্ক

 চলতি বছর হাজার ৫০০ কোটি ডলারের প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) প্রত্যাশা করছে তুরস্ক। গতকাল তথ্য জানায় দেশটির অর্থ মন্ত্রণালয়। খবর আনাদোলু।

গতকাল ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তুরস্কের অর্থমন্ত্রী বেরাত আলবায়রাক জানান, আঞ্চলিক ঝুঁকি অব্যাহত থাকা সত্ত্বেও টার্কিশ মুদ্রা লিরাকে তার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান ধরে রাখতে হবে। তিনি বলেন, তুরস্ক উৎপাদনকারী রফতানিকারক দেশ হওয়ায় এখানে আগেও আঞ্চলিক ঝুঁকি ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।

এছাড়া ২০১৯ সালে তুরস্ক ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছিল বলে জানান আলবায়রাক। ২০১৯ সালের প্রথম দ্বিতীয় প্রান্তিকে যথাক্রমে দশমিক ৩০ দশমিক ৬০ শতাংশ সংকোচনের পর তৃতীয় প্রান্তিকে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ৯০ শতাংশ।

অভ্যন্তরীণ অর্থনীতি চাঙ্গায় প্রণোদনামূলক কর্মসূচি গ্রহণ করবে বলে জানান আলবায়রাক। কর্মসংস্থান প্রকৃত খাতগুলোয় প্রণোদনা প্রদান এবং বিভিন্ন আমদানিনির্ভর খাতকে রফতানিমুখীতে পরিণত করতে উদ্যোগ নেয়া হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫