ঢাকায় ভিওনের চেয়ারম্যান উরসুলা বার্নস

প্রকাশ: জানুয়ারি ২২, ২০২০

নিজস্ব প্রতিবেদক

সেলফোন অপারেটর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উরসুলা বার্নস দুদিনের সফরে গতকাল ঢাকায় পৌঁছেছেন। আন্তর্জাতিক ব্যবসায়িক পরিমণ্ডলে সফল নেতৃত্বের জন্য উরসুলা বার্নস পরিচিত। বাংলাদেশে ভিওনের ভবিষ্যৎ ব্যবসায় পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছেন তিনি।

বাংলালিংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, উরসুলা বার্নস প্রথমবার বাংলাদেশ সফর করছেন। তিনি সফরের অংশ হিসেবে বিভিন্ন কর্তৃপক্ষ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রগতি, টেলিকম খাতের চ্যালেঞ্জ ভিওনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

উরসুলা বার্নস ঢাকায় পৌঁছে বলেন, তিনি অত্যন্ত আগ্রহের সঙ্গে বাংলাদেশ সফরের জন্য অপেক্ষায় ছিলেন। ভিওন দীর্ঘ সময় ধরে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। তথ্যপ্রযুক্তি খাতসংশ্লিষ্ট অনেকের সঙ্গে সাক্ষাৎ করা বাংলাদেশের তথ্যপ্রযুক্তিগত অগ্রগতি কীভাবে সামগ্রিক উন্নতির চালিকাশক্তি হয়ে কাজ করছে, তা প্রত্যক্ষ করা এবং অভিজ্ঞতা নেয়া তার সফরের অন্যতম লক্ষ্য।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫