বড়লেখায় চার খুনের ঘটনায় দুই মামলা

প্রকাশ: জানুয়ারি ২১, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি মৌলভীবাজার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাতল চা বাগানে স্ত্রী-শাশুড়িসহ চারজনকে হত্যার ঘটনায় দুটি মামলা করা হয়েছে। গত রোববার রাতে বড়লেখা থানায় মামলা দুটি করা হয়।

এদিকে গতকাল দুপুরে পাঁচ মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত রোববার রাতে পাল্লাতল চা বাগানের সহকারী ব্যবস্থাপক জাকির হোসেন বাদী হয়ে বড়লেখা থানায় অপমৃত্যু হত্যা মামলা করেছেন। তবে মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।

পুলিশ সুপার মো. ফারুক আহমদ বলেন, স্ত্রীসহ চারজনকে হত্যার পর যুবকের আত্মহত্যার ঘটনায় গত রোববার রাতেই অপমৃত্যু হত্যা মামলা করেন ওই বাগানের সহকারী ব্যাবস্থাপক। গতকাল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। তবে এখন পর্যন্ত আমাদের ধারণা, পারিবারিক কলহের জেরেই ঘটনা ঘটেছে।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ ফয়সল জামান জানান, গতকাল দুপরে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পন্ন করেছেন।

উল্লেখ্য, গত রোববার সকালে বড়লেখার পাল্লাতল চা বাগানে পারিবারিক কলহের জেরে চা শ্রমিক নির্মল কর্মকার তার স্ত্রী জলি বুনার্জি, শাশুড়ি লক্ষ্মী বুনার্জিসহ চারজনকে হত্যার পর আত্মহত্যা করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫