ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে জেমিনি সি ফুড

প্রকাশ: জানুয়ারি ২১, ২০২০

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সমাপনী দরের ভিত্তিতে দর বৃদ্ধির শীর্ষে ছিল জেমিনি সি ফুড লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে দশমিক ৯৯ শতাংশ। গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ১৬৩ টাকা, আগের কার্যদিবসে যা ছিল ১৪৮ টাকা ২০ পয়সা। সর্বশেষ দরও ছিল ১৬৩ টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ১৪ টাকা ৮০ পয়সা বেশি। এদিন শেয়ারটির দর ১৫৫ টাকা ৯০ পয়সা থেকে ১৬৩ টাকার মধ্যে ওঠানামা করে। গতকাল ৫৪৫ বারে কোম্পানিটির মোট ৪২ হাজার ৯৩টি শেয়ার হাতবদল হয়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৩২ টাকা ৪০৫ টাকা।

জেমিনি সি ফুডের অনুমোদিত মূলধন ৪০ কোটি টাকা। পরিশোধিত মূলধন কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে লাখ ১০ হাজার টাকা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫