ব্ল্যাক বক্স হস্তান্তরে ইরানকে চাপ দেবে ইউক্রেন

প্রকাশ: জানুয়ারি ২১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

ইরানে বিধ্বস্ত ইউক্রেনীয় আকাশসেবা সংস্থার উড়োজাহাজের ব্ল্যাক বক্স হস্তান্তরের জন্য তেহরানকে চাপ দেয়া হবে বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ভাদিম প্রাইস্টাইকো। সফররত ইরানি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় তাদের বার্তা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। খবর রয়টার্স।

প্রাইস্টাইকো সাংবাদিকদের জানান, ইরান যদি বিমান দুর্ঘটনা নিয়ে একটি নিরপেক্ষ তদন্ত চায়, তবে ব্ল্যাক বক্স ইউক্রেনকে ফেরত দিতে হবে। দেশটির সফররত সড়ক নগর উন্নয়নমন্ত্রী মোহাম্মাদ এসলামির মাধ্যমে বার্তা ইরানকে দেয়া হবে। 

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আশা করছি আমাদের মধ্যে রাজনৈতিক আলাপের চেয়ে বেশি আলোচনা হবে। একই সঙ্গে বাস্তব সমস্যাগুলো নিয়েও আলোচনা করা হবে, যার মধ্যে ব্ল্যাক বক্স হস্তান্তরের বিষয়টি থাকবে।

উল্লেখ্য, জানুয়ারি তেহরানের কাছে ১৭৬ আরোহীসহ ইউক্রেনের উড়োজাহাজটি ভুলক্রমে ভূপাতিত করে দেশটির সেনাবাহিনী। প্রাথমিকভাবে অস্বীকার করলেও নানামুখী আন্তর্জাতিক চাপের কারণে পরে ইরান কর্তৃৃপক্ষ উড়োজাহাজ ভূপাতিত করার বিষয়টি স্বীকারে বাধ্য হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫