শ্রীলংকার ম্যানুফ্যাকচারিং খাতে শ্লথগতি

সেবা খাতে ২৪ মাসের সর্বোচ্চ প্রবৃদ্ধি

প্রকাশ: জানুয়ারি ২১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

গত ডিসেম্বরে শ্রীলংকার ম্যানুফ্যাকচারিং খাতের প্রবৃদ্ধিতে শ্লথগতি দেখা দিলেও সেবা খাতের প্রবৃদ্ধি ছিল ২৪ মাসের সর্বোচ্চে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের উপাত্তে তথ্য উঠে এসেছে। খবর ইকোনমি নেক্সট।

কেন্দ্রীয় ব্যাংকের সংকলিত পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সে (পিএমআই) দেখা গেছে, গত ডিসেম্বরে ম্যানুফ্যাকচারিং খাতের পিএমআই নভেম্বরের ৫৬ পয়েন্ট থেকে দশমিক পয়েন্ট কমে ৫৪ দশমিক পয়েন্টে দাঁড়িয়েছে। নতুন ক্রয়াদেশ, উৎপাদন ক্রয়ে শ্লথগতির কারণে ডিসেম্বরে শ্লথগতি দেখা দিয়েছে।

এক বিবৃতিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত ডিসেম্বরে সব উপখাতে সম্প্রসারণের ইঙ্গিত থাকলেও নভেম্বরের তুলনায় শ্লথগতি ছিল। বস্ত্র পোশাক খাতের উৎপাদনে শ্লথগতির কারণে নতুন ক্রয়াদেশ উৎপাদন প্রবৃদ্ধিতে শ্লথগতি ছিল।

ভালো পারিশ্রমিকের আশায় পোশাক খাতের সম্ভাব্য কর্মীরা মৌসুমভিত্তিক বিভিন্ন কাজে যোগ দেয়ায় ম্যানুফ্যাকচারিং খাতের কর্মসংস্থানে লক্ষণীয় শ্লথগতি দেখা দিয়েছে। কর্মসংস্থানে শ্লথগতি উৎপাদনে প্রভাব ফেলেছে।

শ্রীলংকার সাপ্লায়ারদের ডেলিভারি সময় অপরিবর্তিত ছিল বলে জানা গেছে। ডিসেম্বরে শ্রীলংকার ম্যানুফ্যাকচারিং খাতের পিএমআই বাড়লেও বৈশ্বিক পিএমআই শূন্য দশমিক পয়েন্ট কমে ৫০ দশমিক পয়েন্টে দাঁড়িয়েছে। যুক্তরাজ্য, ইউরো অঞ্চল চীনে শ্লথগতি দেখা দিয়েছে। শ্রীলংকার সেবা খাতের পিএমআই দশমিক পয়েন্ট বেড়ে ৬০ দশমিক পয়েন্টে দাঁড়িয়েছে, যা ২৪ মাসের সর্বোচ্চ।

শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংক বলছে, সেবা খাত সম্প্রসারণের ক্ষেত্রে নতুন ব্যবসায় কার্যক্রম বৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনীতি চাঙ্গায় রাষ্ট্রীয় কর্মসূচি গ্রহণ ভূমিকা রেখেছে। খুচরা পাইকারি বাণিজ্য তত্পরতা বৃদ্ধি, উৎসব পর্যটন মৌসুমে আবাসন, খাদ্য পানীয় উপখাতে শক্তিশালী প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

পণ্য পরিবহন চালান বাড়ার সঙ্গে সঙ্গে অবকাশ মৌসুমে বিভিন্ন ব্যক্তিগত সেবা গ্রহণের পরিমাণ বেড়েছে।

তবে শূন্য পদে নিয়োগে বিলম্ব এবং প্রযুক্তিনির্ভর সেবায় কর্মীনির্ভরতা কমিয়ে আনায় সেবা খাতের কর্মসংস্থান প্রবৃদ্ধি ৫০ পয়েন্টের নিচে নেমে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতিতে আরো বলা হয়, নিয়ে টানা নয় মাস ধরে কর্মসংস্থান সৃষ্টিতে শ্লথগতি বিরাজ করছে।

গত নভেম্বরে যুক্তরাষ্ট্র, ভারত চীনের সেবা খাতের উৎপাদন প্রবৃদ্ধির ওপর ভর করে সেবা খাতের বৈশ্বিক প্রবৃদ্ধি কিছুটা বেড়ে ৫২ দশমিক পয়েন্টে দাঁড়িয়েছে, যদিও জাপানে তা সংকুচিত হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫