জিও এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপারেটর

প্রকাশ: জানুয়ারি ২১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

একক দেশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপারেটর হিসেবে আত্মপ্রকাশ করেছে রিলায়েন্স জিও। গত শুক্রবার প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়। খবর ইটিটেলিকম।

জিও জানায়, ২০১৯ সালে ৩১ ডিসেম্বরে তাদের গ্রাহকের সংখ্যা বেড়ে ৩৭ কোটিতে উন্নীত হয়েছে। গত বছর অপারেটরটির গ্রাহক সংখ্যা বেড়েছে প্রায় নয় কোটি।

গ্রাহক সংখ্যার পাশাপাশি বাজারের অংশীদারিত্বেও নিজেদের অবস্থান সুসংহত করেছে জিও।

টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার (টিআরএআই) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, নভেম্বরে ৫৬ লাখ ওয়্যারলেস সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে জিওর সঙ্গে, যেখানে ভারতী এয়ারটেলের গ্রাহক সংখ্যা বেড়েছে ১৬ লাখ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫