রৌমারী সীমান্তে ৫টি ভারতীয় মহিষ জব্দ

প্রকাশ: জানুয়ারি ২০, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তের লাঠিয়ালডাঙ্গা এলাকা থেকে ৫টি ভারতীয় মহিষ জব্দ করেছে বিজিবি।

আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ১০৭২ আন্তর্জাতিক পিলার থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে বালিয়ামারী বিওপির বিজিবি সদস্যরা এসব মহিষ জব্দ করেন। তবে এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।

এ ব্যাপারে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ জানান,  রৌমারী উপজেলার আওতাধীন বালিয়ামারী বিওপির সুবেদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে ১৫ সদস্যের একটি টহল দল ৫ টি মহিষ জব্দ করে। এগুলোর আনুমানিক মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা। মহিষগুলো কাস্টমসে জমা দেয়া হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫