সিটি নির্বাচনের কারণে এক দিন পেছাল একুশে গ্রন্থমেলা

প্রকাশ: জানুয়ারি ২০, ২০২০

নিজস্ব প্রতিবেদক

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের কারণে অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন এক দিন পেছানো হয়েছে। আগামী ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধন হবে বলে গতকাল গণমাধ্যমকে জানিয়েছেন আয়োজক সংস্থা বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী।

তিনি জানান, ফেব্রুয়ারি বেলা ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী মঞ্চে অতিথি থাকবেন পশ্চিমবঙ্গের কবি শঙ্খ ঘোষ এবং মিসরের লেখক, গবেষক সাংবাদিক মোহসেন আল-আরিশি।

প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম দিনেই মাসব্যাপী বইমেলা উদ্বোধন করা হয়। কিন্তু এবার ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে ভোট থাকায় মেলা একদিন পেছানোর সিদ্ধান্ত নেয় বাংলা একাডেমি।

নির্বাচন কমিশন প্রথমে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটের দিন রেখেছিল। তবে ওইদিন সরস্বতী পূজা থাকায় হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন মহল থেকে ভোটের তারিখ পেছানোর দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে ভোটের তারিখ একদিন পিছিয়ে ফেব্রুয়ারি পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫