প্রিন্সটন কারখানায় ৭০ কোটি ডলার বিনিয়োগ টয়োটার

প্রকাশ: জানুয়ারি ২০, ২০২০

বণিক বার্তা ডেস্ক

স্পোর্টস ইউটিলিটি ভেহিকলের (এসইউভি) উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের প্রিন্সটন কারখানায় ৭০ কোটি ডলার বিনিয়োগ করেছে টয়োটা। এছাড়া ১৫০ নতুন কর্মীও নিয়োগ দিয়েছে জাপানের গাড়ি নির্মাতা কোম্পানিটি। খবর ব্লুমবার্গ।

প্রিন্সটনের ওই কারখানায় ১৩০ কোটি ডলার বিনিয়োগের অংশ হিসেবে বিনিয়োগ করেছে টয়োটা। এছাড়া ২০২১ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারখানায় হাজার ৩০০ কোটি ডলার বিনিয়োগ প্রতিশ্রুতি রয়েছে কোম্পানিটির। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি মোকাবেলা এবং এসইউভি ট্রাকের চাহিদা পূরণের উদ্দেশ্যে বিনিয়োগে যাচ্ছে টয়োটা।

চাহিদায় পরিবর্তনের ফলে গত বছর কেনটাকি, টেক্সাস অন্টারিওর কারখানাগুলো সম্পূর্ণ ঢেলে সাজাতে হয়েছে টয়োটার। প্রিন্সটন কারখানায় বড় অংকের ওই বিনিয়োগের ফলে এর উৎপাদন সক্ষমতা প্রায় ১০ শতাংশ বেড়ে বছরে লাখ ২০ হাজার গাড়ি নির্মাণ সম্ভব হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫