দেড়শ ডলারে ফাইভজি ফোন সরবরাহ করবে হুয়াওয়ে

প্রকাশ: জানুয়ারি ২০, ২০২০

বণিক বার্তা ডেস্ক

চীনভিত্তিক হুয়াওয়ে ১৫০ ডলার মূল্যের ফাইভজি ফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে। চলতি বছরের শেষ দিকে কিংবা আগামী বছরের শুরুতে ডিভাইস গ্রাহকের হাতে পৌঁছবে। সম্প্রতি হুয়াওয়ের ফাইভজি পণ্য বিভাগের প্রেসিডেন্ট ইয়াং চাওবিন এমনটাই জানিয়েছেন। খবর সিনেট।

গত বছর বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে সাব-ব্র্যান্ড অনার মিলে একগুচ্ছ ফাইভজি স্মার্টফোন উন্মোচন করেছে। ডিভাইসগুলোর মধ্যে রয়েছেমেট ৩০ ফাইভজি সিরিজ, মেট ২০এক্স ফাইভজি, মেট এক্স ফাইভজি, নোভা ফাইভজি অনার ভি৩০ সিরিজ।

বিশ্বব্যাপী পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজির পরিসর দ্রুত বড় হচ্ছে। বিভিন্ন সুযোগ-সুবিধার কারণে থ্রিজি ফোরজির চেয়ে ফাইভজির গ্রহণযোগ্যতাও বেশি। গ্রাহক চাহিদার কথা বিবেচনা করে আগাম ফাইভজি ফোন সরবরাহ শুরু করে হুয়াওয়ে। এরই ধারাবাহিকতায় শুধু গত বছর ডিসেম্বরেই ফাইভজি স্মার্টফোন সরবরাহ ৬৯ লাখ ইউনিট ছাড়িয়ে যাওয়ার তথ্য জানিয়েছে হুয়াওয়ে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫