জাতীয় অ্যাথলেটিকস

৪৮-এ আজহারের ৪৩তম স্বর্ণ!

প্রকাশ: জানুয়ারি ১৯, ২০২০

ক্রীড়া প্রতিবেদক

বয়স ৪৮ বছর, এখনো খেলে যাচ্ছেন আজহারুল ইসলাম। বয়সকে জয় করে জাতীয় অ্যাথলেটিকসের ডিসকাসে স্বর্ণও জিতলেন তিনি। জাতীয় পর্যায়ে এটি ছিল নৌবাহিনীর এ অ্যাথলিটের ৪৩তম স্বর্ণপদক!

২০০৫ সালে সর্বশেষ ঢাকার বাইরে আয়োজিত হয় জাতীয় অ্যাথলেটিকস। দেড় দশক পর বন্দরনগরীতে ফেরে আসরটি। ২০০৫ সালে রেকর্ড গড়া আজহার এবার তা ভেঙে দেয়ার লক্ষ্য নির্ধারণ করেন। তার সে প্রচেষ্টা সফল না হলেও অখুশি নন কিশোরগঞ্জের অ্যাথলিট, ‘বয়স আমার কাছে কেবলই একটা সংখ্যা। এ বয়সে খেলতে পারা, স্বর্ণ জয় করা আনন্দের। রেকর্ড ভাঙার লক্ষ্য পূরণ না হলেও আমি হতাশ নই’—বণিক বার্তাকে বলেন আজহারুল।

গতকাল শেষ হওয়া তিনদিনের আসরে দলগতভাবে সেরা নৌবাহিনী। ২১ স্বর্ণ, ১৮ রূপা ও ৮ ব্রোঞ্জ মিলিয়ে ৪৭ পদক জিতেছে সংস্থাটি। দ্বিতীয় স্থানে থাকা সেনাবাহিনীর অর্জন ১৪ করে স্বর্ণ, রূপা ও ব্রোঞ্জ মিলিয়ে ৪২ পদক। একটি করে স্বর্ণ ও রূপা মিলিয়ে দুই পদক নিয়ে তৃতীয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫