জয়পুরহাটে বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলার সমাপ্তি

প্রকাশ: জানুয়ারি ১৯, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি জয়পুরহাট

জয়পুরহাটের খঞ্জনপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা সপ্তাহ শেষ হয়েছে। গতকাল পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (আইএমএমএম) চত্বরে আয়োজিত এ মেলার সমাপ্তি ঘোষণা করা হয়। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ও আইএমএমএম যৌথভাবে এ মেলার আয়োজন করে।

বিসিএসআইআরের পরিচালক (ভারপ্রাপ্ত) . মোহাম্মদ নাজিম জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আইএমএমএমের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার প্রদীপ কুমার বিশ্বাস প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫