আজ বার্লিনে লিবিয়া সম্মেলন

প্রকাশ: জানুয়ারি ১৯, ২০২০

বণিক বার্তা ডেস্ক

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় সংঘর্ষে জড়িত বিভিন্ন পক্ষ ও তাদের সহায়তাকারী বিদেশী শক্তিগুলোকে বার্লিনে আমন্ত্রণ জানিয়েছে জার্মান সরকার। অঞ্চলটিতে স্থিতিশীলতা প্রতিষ্ঠা আজকের সম্মেলনের প্রধান উদ্দেশ্য। খবর ডয়েচে ভেলে ও এএফপি।

একটি সার্বভৌম লিবিয়া  ‘লিবিয়ার অভ্যন্তরে পুনর্মিলন প্রক্রিয়া শুরু করা আজকের সম্মেলনের দীর্ঘমেয়াদি লক্ষ্য বলে জানিয়েছে জার্মান সরকার। তবে দেশটিতে এ লক্ষ্য অর্জন এখনো সুদূরপরাহত বলে ধারণা করা হচ্ছে।

ফায়াজ সারাজের নেতৃত্বে ত্রিপোলিতে আন্তর্জাতিক মহল স্বীকৃত একটি সরকার রয়েছে। তবে দেশটির ছোট একটি অংশের ওপর নিয়ন্ত্রণ রয়েছে সারাজ সরকারের। এদিকে সারাজ সরকারের ওপর অবিরাম চাপ তৈরি করছে বিদ্রোহী জেনারেল খালিফা হাফতার ও বিভিন্ন মিলিশিয়া বাহিনী। জ্বালানি তেলক্ষেত্রগুলোসহ দেশটির অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করেন হাফতার। ২০১১ সালে ন্যাটোর হাতে নিহত হন দেশটির তত্কালীন শাসক মুয়াম্মার গাদ্দাফি। পরে বিদেশীদের হস্তক্ষেপে দেশটির অবস্থা নাজুক হয়ে পড়ে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫