ভারতীয় চায়ের গড় দামে ১.৬৫% প্রবৃদ্ধি

প্রকাশ: জানুয়ারি ১৯, ২০২০

বণিক বার্তা ডেস্ক

২০১৯ সালজুড়ে দক্ষিণ ভারতের নিলামকেন্দ্রগুলোয় চায়ের দাম নিম্নমুখী ছিল। তবে বিপরীত চিত্র দেখা গেছে উত্তর ভারতের নিলামকেন্দ্রগুলোয়। এর জের ধরে বিদায়ী বছরে ভারতীয় চায়ের সামগ্রিক নিলাম মূল্যে চাঙ্গা ভাব দেখা গেছে। বছর শেষে দেশটির আন্তর্জাতিক নিলামে চায়ের গড় দাম আগের বছরের তুলনায় দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। সম্প্রতি এক বিবৃতিতে তথ্য জানিয়েছে টি বোর্ড অব ইন্ডিয়া। খবর বিজনেস লাইন বিজনেস স্ট্যান্ডার্ড।

ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ চা উৎপাদনকারী দেশ। একই সঙ্গে পানীয় পণ্যটির রফতানিকারকদের বৈশ্বিক শীর্ষ তালিকায় দেশটি চতুর্থ অবস্থানে রয়েছে। চায়ের বৈশ্বিক রফতানি বাণিজ্যের দশমিক শতাংশ ভারত এককভাবে জোগান দেয়। ইউরোপ, আমেরিকা মধ্যপ্রাচ্যসহ এশিয়ার দেশগুলোয় ভারতীয় চায়ের তুমুল জনপ্রিয়তা রয়েছে।

টি বোর্ড অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, বিদায়ী বছরে ভারতে চায়ের আন্তর্জাতিক নিলামগুলোয় পানীয় পণ্যটির গড় দাম দাঁড়িয়েছে কেজিপ্রতি ১৪০ দশমিক ৮৫ রুপিতে (ভারতীয় মুদ্রা), যা আগের বছরের তুলনায় দশমিক ৬৫ শতাংশ বেশি। ২০১৮ সালে দেশটিতে চায়ের গড় দাম ছিল কেজিপ্রতি ১৩৮ দশমিক ৫৭ রুপি। সে হিসাবে এক বছরের ব্যবধানে ভারতের নিলামকেন্দ্রগুলোয় পানীয় পণ্যটির গড় দাম কেজিতে দশমিক ২৮ রুপি বেড়েছে।

গত বছর দক্ষিণ ভারতের নিলামকেন্দ্রগুলোয় চায়ের গড় দাম নিম্নমুখী ছিল। সময় ওই অঞ্চলের নিলামগুলোয় প্রতি কেজি চায়ের গড় দাম দাঁড়ায় ১০০ দশমিক ৫৭ রুপিতে। ২০১৮ সালে দক্ষিণ ভারতের নিলামকেন্দ্রগুলোয় প্রতি কেজি চা গড়ে ১০১ দশমিক ১৯ রুপিতে বিক্রি হয়েছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে দক্ষিণ ভারতের নিলামে চায়ের গড় দাম কেজিতে দশমিক ৬২ রুপি কমেছে। বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) এসে বেচাকেনায় মন্দাভাব ওই অঞ্চলে চায়ের গড় দাম কমাতে প্রভাবক হিসেবে কাজ করেছে।

তবে গত বছর দক্ষিণের নিলামকেন্দ্রগুলোয় চায়ের গড় দাম কমলেও ব্যতিক্রম দেখা গেছে উত্তর ভারতে। অঞ্চলে পানীয় পণ্যটির গড় দাম দাঁড়িয়েছে কেজিপ্রতি ১৫২ দশমিক ৭১ রুপিতে। ২০১৮ সালে অঞ্চলে চায়ের গড় দাম ছিল কেজিপ্রতি ১৫০ রুপি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫