পূজার দিনে ভোট : জাবিতে মানববন্ধন

প্রকাশ: জানুয়ারি ১৮, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, জাবি

পূজার দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের তারিখ নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে জাবি সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি রবিন কর্মকার বলেন, ‘নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচন কমিশন অতিসত্ত্বর নির্বাচনের তারিখ পুনর্বিবেচনা না করলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

জাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিষেক মন্ডল বলেন, ‘বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এমন কর্মকাণ্ড করা হচ্ছে বলে আমরা মনে করি। পূজার দিনে নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন আমাদের রক্তার্জিত সংবিধানের বুকে ছুড়িকাঘাত করেছে।’

প্রণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. জিল্লুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশন পূজার দিনে ভোটের আয়োজন করলে তা হবে ধর্মীয় স্বাধীনতা খর্ব করার অপচেষ্টা। ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত হেনে নির্বাচন কমিশন দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে না।’

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫