সাতক্ষীরায় দুই তক্ষকসহ আটক ১

প্রকাশ: জানুয়ারি ১৮, ২০২০

বণিক বার্তা অনলাইন

সাতক্ষীরার শ্যামনগরে দুটি বন্য সরীসৃপ প্রাণি তক্ষকসহ সাইদুল ইসলাম গাজী (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার খেগড়াদানা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সাইদুল ইসলাম খেগড়াদানা গ্রামের হামিজ উদ্দীন গাজীর ছেলে।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মো. শাহিনুর ইসলাম জানান, খেগড়াদানা গ্রামে জীবিত তক্ষক বেচাকেনা করার জন্য অবস্থান করছেন- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় সাইদুল ইসলামকে দু’টি তক্ষকসহ হাতে নাতে আটক করা হয়।

তিনি আরো বলেন, আটককৃতকে শ্যামনগর থানায় হস্তান্তরের আইনগত প্রক্রিয়া চলছে।

টিকিটিকির মতো ছোট প্রাণী তক্ষক। পাচারকারীরা বলে থাকেন, ‘চীনে বিশ্বাস প্রচলন রয়েছে যে, তক্ষক ড্রাগন থেকে বিবর্তিত হয়েছে। এতে চিরযৌবন ও প্রজনন ক্ষমতাবর্ধক শক্তি থাকে। সেই দেশে ওষুধ উৎপাদনে তক্ষক ব্যবহার করা হয়।’ তবে এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে জানান বন কর্মকর্তারা। পাচারকারীদের দাবি, একেকটি পূর্ণবয়স্ক তক্ষক ১০-১৫ লক্ষ টাকা বা তারও বেশিতে বিক্রি হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫