অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

আজ মিশন শুরু আকবরদের

প্রকাশ: জানুয়ারি ১৮, ২০২০

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ। আজকের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সাম্প্রতিক ফর্ম ও পারফরম্যান্স বিবেচনায় এবারের আসরে বাংলাদেশ দলকে নিয়ে রয়েছে বাড়তি প্রত্যাশা। যদিও প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স ছিল অম্লমধুর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ টাই হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গিয়েছিল বাংলাদেশের যুবারা। তবে মূল লড়াইয়ের প্রতিপক্ষ জিম্বাবুয়ের তুলনায় বাংলাদেশ দল বেশি শক্তিশালী। তাই গ্রুপ সির প্রথম ম্যাচে ফেভারিট হিসেবেই পচেফস্ট্রুমে মাঠে নামবে আকবর-তৌহিদরা।

তরুণদের এ বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিতে বেশ মনোযোগী ছিল বাংলাদেশ। বেশ কিছুদিন ধরে একটি দল হয়েও খেলেছে তারা। যার প্রভাব দেখা গেছে পারফরম্যান্সেও। এমনকি ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়েও বেশ কয়েকজন তারকা এরই মধ্যে আলোচনায় এসেছেন। ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন হূদয়। অবশ্য প্রান্তিক, শরিফুল ও তানজীদরাও নিজেদের দিনে ম্যাচের ভাগ্য গড়তে পারেন। নিজের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক আকবরও। দেশ ছাড়ার আগে ইতিবাচক ফল পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন তিনি। অবশ্য এখন মূল মঞ্চে নিজেদের সেরাটা নিয়ে নামাটাই আসল ব্যাপার।

তবে টুর্নামেন্টের শুরুর লড়াইয়ের প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ উজ্জ্বল। এ দলের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচের প্রত্যেকটিতে জিতেছে বাংলাদেশ। এমনকি এ প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের প্রতিটি জয় ছিল দাপুটে। বিশ্বকাপের মঞ্চেও বাংলাদেশের কাছ থেকে একই পারফরম্যান্স দেখার প্রত্যাশা থাকবে সমর্থকদের।

এদিকে বিশ্বকাপের শুরুতেই ধাক্কা খেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কিম্বার্লিতে আফগানিস্তানের যুবাদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি প্রোটিয়ারা। আগে ব্যাট করে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা, যা মাত্র ২৫ ওভারে ৭ উইকেট হাতে রেখে টপকে যায় আফগানিস্তান।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫