ব্যাংক এশিয়ার ডিএমডি হলেন মো. ওবায়দুল হক

প্রকাশ: জানুয়ারি ১৮, ২০২০

মো. ওবায়দুল হক সম্প্রতি ব্যাংক এশিয়া লিমিটেডে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে যোগদান করেছেন। এর আগে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে গ্রামীণ ব্যাংকে ট্রেইনি ম্যানেজার পদে যোগদানের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়। ১৯৮৫ সালে তিনি সিনিয়র অফিসার হিসেবে ইসলামী ব্যাংকে যোগদান করেন। ৩৫ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালনের মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা অর্জন করেন। গ্রামীণ জনগোষ্ঠীর বিনিয়োগ চাহিদা মেটাতে তিনি ইসলামী ব্যাংকে রুরাল ডেভেলপমেন্ট স্কিম চালু করেন। মো. ওবায়দুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া তিনি দেশ-বিদেশ থেকে ব্যাংকিং বিষয়ের ওপর বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন।বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫