বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন

প্রকাশ: জানুয়ারি ১৭, ২০২০

মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী

বঙ্গবন্ধু শেখ মুজিব যুগশ্রেষ্ঠ মহাবীর

ন্যায় প্রতিষ্ঠার ইতিহাস, এক শতাব্দীর নাম,

৭ই মার্চে তাঁর অমর কবিতা শুনে উঁচু করি শির

সর্বস্তরে ছাত্রজনতা গড়ে তোলে মাতৃমুক্তি সংগ্রাম।


হানাদার পাক বাহিনীর নির্মম অত্যাচারে

ক্ষণিকের তরে ভোলেনি তুমি মাতৃমুক্তি পণ,

বিচলিত হওনিকো তুমি পাকিস্তানি কপট রাষ্ট্রাচারে

করনিকো মৃত্যু ভয়, বলেছিলে, আমি বাঙ্গালী-মুসলিম বিলক্ষণ।


পিতার আদর্শে বলীয়ান সূর্য সন্তানেরা বীরবিক্রমে

৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে পর্যুদস্ত ক’রে শত্রু বাহিনী

ছিনিয়ে আনে মহা বিজয়, মহা ত্যাগে অজস্র মায়ের সম্ভ্রমে,

৩০ লক্ষ শহিদী রক্তে লেখা হয় গৌরবগাথা বিজয় কাহিনী।


তারপরও সমগ্র জাতি উদ্বেলিত পিতার আগমন পথ পানে

স্বাধীন মাতৃভূমিতে বিজয়ীর বেশে তুমি এলে ফিরে এমনি মহেন্দ্রক্ষণে।

বিনম্র শ্রদ্ধা করে নিবেদন কোটি মুসলিম, বৌদ্ধ, খৃস্টান, হিন্দু

লক্ষ কণ্ঠে ছিল গগণবিদারী জয়ধ্বনি, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫