গোল্ডম্যান স্যাকসের চতুর্থ প্রান্তিকের মুনাফায় পতন

প্রকাশ: জানুয়ারি ১৭, ২০২০

বণিক বার্তা ডেস্ক

২০১৯ সালের চতুর্থ প্রান্তিকে মুনাফায় পতনের কথা জানিয়েছে মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তহবিল ওয়ানএমডিবির অর্থ কেলেঙ্কারিসংশ্লিষ্ট মামলা নিষ্পত্তিতে আনুমানিক ১১০ কোটি ডলার পৃথক রেখেছে ব্যাংকটি। পাশাপাশি নিজেদের পরিচালন ব্যবসার মিশ্র পারফরম্যান্সের পর মুনাফা কমার কথা জানাল ব্যাংকটি। খবর এএফপি।

গোল্ডম্যান স্যাকসের প্রধান নির্বাহী ডেভিড সলোমন জানান, ওয়ানএমডিবি কেলেঙ্কারিসংশ্লিষ্ট মামলা নিষ্পত্তিতে বেশ বড় অংকের অর্থ পৃথক করা হয়েছে, যা ব্যাংকের মুনাফার ওপর চাপ তৈরি করেছে।

উল্লেখ্য, মার্কিন বিচার বিভাগের হিসাবে, ওয়ানএমডিবির উচ্চপদস্থ কর্মকর্তা তাদের সহযোগীরা ২০০৯ সাল থেকে ২০১৫ সালের মধ্যে তহবিলটির ৪৫০ কোটি ডলারের বেশি অর্থ সরিয়ে নিয়েছেন।

যুক্তরাষ্ট্র মালয়েশিয়া কর্তৃপক্ষের মধ্যে ওয়ানএমডিবির অর্থ পাচারসংক্রান্ত মামলা নিষ্পত্তির আলোচনায় অগ্রগতি সক্রিয় থাকার কথা জানিয়েছেন সলোমন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫