জোড়া চলচ্চিত্র দিয়ে ফের চমক স্টার সিনেপ্লেক্সের

প্রকাশ: জানুয়ারি ১৬, ২০২০

ফিচার প্রতিবেদক

নতুন বছরের শুরুতে পরপর দুই সপ্তাহে একসঙ্গে দুটি করে হলিউডের ছবি মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। ১০ তারিখের পর ১৭ জানুয়ারি আরো দুটি নতুন ছবি মুক্তি দিচ্ছে মাল্টিপ্লেক্সটি। ছবি দুটির নাম ব্যাডবয়েজ ফর লাইফ ডুলিটল। আন্তর্জাতিকভাবে মুক্তির দিনেই ছবি দুটি মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।

ব্যাডবয়েজসিরিজের প্রথম ছবি ব্যাডবয়েজ মুক্তি পায় ১৯৯৫ সালে। ব্যাডবয়েজ টু মুক্তি পায় ২০০৩ সালে। প্রায় ১৬ বছরের বিরতির পর আসছে সিরিজের তৃতীয় কিস্তি ব্যাডবয়েজ ফর লাইফ। প্রথম দুই ছবির পরিচালক ছিলেন মাইকেল বে। ব্যাডবয়েজ দিয়েই পরিচালক প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। তবে ব্যাডবয়েজ ফর লাইফ ছবি পরিচালনা করছেন আদিল এল আরবি বিল্লাল ফালাহ। পরিচালকদ্বয়ের আলোচিত ছবি হলো ব্ল্যাক এফএক্স সিরিজ স্নোফল।ব্যাডবয়েজ’-এর ছবিতে নতুন মুখও থাকছে। এর মধ্যে রহস্যময় একটি চরিত্রে অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের সংগীত ব্যক্তিত্ব ডিজে খালেদ।

ছবিটির গল্প এমনরোমানিয়ান মাফিয়াপ্রধান আর্মান্দো আর্মাস একজন ঠাণ্ডা মাথার খুনি। একের পর এক খুন করে চলে সে। চারদিকে ছড়িয়েছে মৃত্যুর আতঙ্ক। কীভাবে থামানো যায় তাকে? অবশেষে আর্মাসকে থামাতে দায়িত্ব নেন দুই গোয়েন্দা। ছবিতে প্রধান দুই গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন যথারীতি উইল স্মিথ মার্টিন লরেন্স।

১৯২০ সালে হিউ লফটিংয়ের লেখা শিশুতোষ সিরিজ বইডুলিটল সিরিজটির গল্প মজার একজন ডাক্তারকে নিয়ে; যার নাম জন ডুলিটল। ১৯৬৭ সালে প্রথম সিরিজ নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়। যেখানে মূল চরিত্রে অভিনয় করেন র্যামক্স হ্যারিসন। এরপর ১৯৯৮ সালে আরেকটি চলচ্চিত্র তৈরি হয়। এছাড়া বিভিন্ন সময়ডক্টর ডুলিটলচরিত্র নিয়ে তৈরি হয় টিভি সিরিজ, সিনেমা কার্টুন। জনপ্রিয় চরিত্র নিয়ে এবার নতুন আঙ্গিকে সিনেমা নির্মাণ করল প্রযোজনা সংস্থা ইউনিভার্সেল পিকচার্স। ডুলিটল পরিচালনা করেছেন স্টিফেন গ্যাঘান। এতে অভিনয় করেছেন আয়রনম্যানখ্যাত রবার্ট ডাউনি জুনিয়র। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫