ফরিদপুরে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

প্রকাশ: জানুয়ারি ১৫, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারিতে গ্রেফতারের পর পুলিশের কথিত বন্দুকযুদ্ধে এনায়েত হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তি হত্যা, ধর্ষণসহ ১৪টি মামলার আসামি। 

আজ বুধবার (১৫ জানুয়ারি) ভোরে উপজেলার বারাংকুলা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমানসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত এনায়েত হোসেন বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী গ্রামের বাসিন্দা। 

ওসি আমিনুর রহমান জানান, এনায়েতকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি মোতাবেক ওই এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে তার (এনায়েত) সহযোগীরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে এনায়েতের মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ ও ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে।

পুলিমের এই কর্মকর্তা দাবি করেন, বন্দুকযুদ্ধে তিনি (ওসি) নিজেসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫