চেক ডিজঅনার

যশোরে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশ: জানুয়ারি ১৫, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি যশোর

যশোরে চেক ডিজঅনার মামলায় কোতোয়ালি থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। গতকাল মাহবুব আলম নামে এক আইনজীবীর মামলায় আদালতে হাজির না হওয়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু আদেশ দেন।

মোয়াজ্জেম হোসেন ঝিনাইদহের বেড়বাড়ি গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে। বর্তমানে তিনি খুলনা ডিআইজি অফিসে কর্মরত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের অ্যাডভোকেট মাহবুব আলম যশোর আইনজীবী সমিতির সদস্য। পরিদর্শক মোয়াজ্জেম হোসেন তার পরিচিত ঘনিষ্ঠজন। অল্প দিনের মধ্যে পরিশোধের অঙ্গীকার করে তিনি মাহবুব আলমের কাছ থেকে লাখ ৪০ হাজার টাকা ধার নেন। পরে মোয়াজ্জেম হোসেন ধারের টাকা পরিশোধ না করে সময়ক্ষেপণ করেন। একপর্যায়ে মাহবুব আলম তাকে চাপ দিলে তিনি সোনালী ব্যাংক বাগেরহাট শাখার একটি চেকে লাখ ৪০ হাজার টাকা লিখে স্বাক্ষর করে দেন। তবে ওই চেক নির্ধারিত ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। পরে মাহবুব আলম মোয়াজ্জেম হোসেনকে লিগ্যাল নোটিসের মাধ্যমে টাকা দেয়ার জন্য অনুরোধ করলেও তিনি টাকা দেননি। অবশেষে টাকা আদায়ে ব্যর্থ হয়ে ২০১৯ সালের নভেম্বর মাহবুব আলম আদালতে মামলা করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫