খামারে আগুন দিয়ে মুরগি ও গরু হত্যা : চেয়ারম্যান কারাগারে

প্রকাশ: জানুয়ারি ১৪, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীতে আগুন দিয়ে খামারের মুরগি ও গরু পুরিয়ে মারার মামলায় আবুল কালাম মৃধা নামে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত। গেল ৫ ডিসেম্বরের ওই ঘটনায় আজ মঙ্গলবার সকালে মামলার প্রধান আসামি কালাম মৃধা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। রাজবাড়ীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আরাফাত হোসেন জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবুল কালাম মৃধা কালুখালী উপজেলার মদাপুর এলাকার ফেলু মৃধার ছেলে ও মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত বছরের ৫ ডিসেম্বর চেয়ারম্যান কালাম মৃধার নেতৃত্বে মদাপুর এলাকার ইউসুফ আহম্মেদের ছেলে কবির আহম্মেদের মুরগির খামারে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় খামারে থাকা বেশ কিছু মুরগি পুরে দেড় লাখ টাকার ক্ষতি হয়। খামারের পাশের ঘরে থাকা একটি অস্ট্রেলিয়ান জাতের গরুও পুরে মারা যায়; যাতে ক্ষতি হয় আরো দেড় লাখ টাকা। 

এ ঘটনায় ১২ ডিসেম্বর মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম মৃধাসহ ১০ জনকে আসামি করে কালুখালী থানায় মামলা দায়ের করেন খামারের মালিক কবির আহম্মেদ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫