পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের রায় হাইকোর্টে বাতিল

প্রকাশ: জানুয়ারি ১৪, ২০২০

বণিক বার্তা ডেস্ক

রাষ্ট্রদ্রোহের মামলায় পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া বিশেষ আদালতকে অসাংবিধানিক বলে রায় দিয়েছেন লাহোর হাইকোর্ট। গতকাল লাহোর হাইকোর্টের তিন বিচারপতির বেঞ্চ সর্বসম্মত রায়ে বলেন, পারভেজ মোশাররফের বিচারের জন্য যে প্রক্রিয়ায় ওই বিশেষ আদালত গঠন করা হয়েছিল, তা সংবিধানসম্মত হয়নি। যেভাবে ওই মামলা করা হয়েছে, তাও আইনসম্মত হয়নি। খবর ডন।

ইসলামাবাদের ওই বিশেষ আদালত গত ১৭ ডিসেম্বর পারভেজ মোশাররফের অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন। রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী সাব্যস্ত করে এ সাজা দেয়া হয় তাকে। এর এক মাসেরও কম সময়ের মধ্যে হাইকোর্টে তা বাতিল হয়ে গেল।

হাইকোর্টের এ রায়কে স্বাগত জানিয়েছে পারভেজ মোশাররফের দল অল পাকিস্তান মুসলিম লিগ। দলটির মহাসচিব মেহরিন মালিক বলেছেন, এর মধ্য দিয়ে আইন ও সংবিধানের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫