ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে উত্তাপ

প্রকাশ: জানুয়ারি ১৪, ২০২০

ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে লড়াই। মুম্বাইয়ে আজ প্রথম ম্যাচে মুখোমুখি হবে বিশ্বের অন্যতম সেরা দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়।

গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতকে তাদেরই মাঠে ৩-২ ব্যবধানে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। এক বছর পর আবারো ভারত জয় করার মিশনে এসেছে অ্যারন ফিঞ্চের দল। এবারো আত্মবিশ্বাসী অসিরা। ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ কিংবা মার্নুস লাবুশেনরা দারুণ ফর্মে। অসি বোলাররাও ফর্মের তুঙ্গে। বিরাট কোহলির ভারতও গতবারের হারের প্রতিশোধ নিতে মরিয়া। এছাড়া দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও শ্রীলংকাকে ঘরের মাঠে টানা হারানো ভারত এখন রীতিমতো উড়ছে।  ইন-ফর্ম দুই দলের এ লড়াই তাই দারুণ প্রতিদ্বন্দ্বিতার আভাসই দিচ্ছে।

গতবার জিতলেও এবার নিজেদের আন্ডারডগ মানছেন অস্ট্রেলিয়ান পেস বোলার কেন রিচার্ডসন। তিনি বলেন, ‘ভারতের মাটিতে ভারতের সঙ্গে খেলা সব সময়ই বিরাট চ্যালেঞ্জের। গতবার যা ঘটেছে তারপর নিশ্চিতভাবেই তারা তৈরি হয়ে নামবে। তাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে এবং স্বাগতিক দল সব সময়ই ফেভারিট থাকে। আমরা এ সিরিজে আন্ডারডগ। আইসিসি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫