স্ত্রীকে শেয়ার উপহার দেবেন স্টাইলক্রাফটের পরিচালক

প্রকাশ: জানুয়ারি ১৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক

স্টাইলক্রাফট লিমিটেডের অন্যতম পরিচালক শরীফ আলমাস রহমান তার হাতে থাকা কোম্পানির লাখ ৬১ হাজার ৩৬১টি শেয়ারের মধ্যে লাখ ৫০ হাজার শেয়ার তার স্ত্রী নাসারাত রহমান লোপাকে উপহার দেবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের অনুমোদনপত্র পাওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে পরিমাণ শেয়ার হস্তান্তর করবেন তিনি।

১৯৮৩ সালে তালিকাভুক্ত স্টাইলক্রাফটের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১২ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২০ কোটি ৭৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা কোটি ২৬ লাখ ২২ হাজার ৫০০। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৪৬ দশমিক ৬২, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে দশমিক ৪১ সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৯ দশমিক ৯৭ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গতকাল স্টাইলক্রাফট শেয়ারের সর্বশেষ দর ছিল ২২২ টাকা ১০ পয়সা। সমাপনী দর ছিল ২২২ টাকা ৬০ পয়সা।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫