আম্বানি পরিবারের বাইরে প্রথম এমডি পাচ্ছে রিলায়েন্স

প্রকাশ: জানুয়ারি ১৪, ২০২০

বণিক বার্তা ডেস্ক

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (এসইবিআই) নির্দেশনা অনুযায়ী, চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ পৃথক হতে পারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) ফলে এই প্রথম রিলায়েন্স গ্রুপের এমডি পদে আম্বানি পরিবারের বাইরে থেকে কাউকে নির্বাচিত করার সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী এপ্রিলের আগেই পদে নতুন কাউকে দেখা যেতে পারে। খবর হিন্দুস্তান টাইমস।

সবকিছু ঠিক থাকলে রিলায়েন্স গ্রুপের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (সিএমডি) মুকেশ আম্বানি -নির্বাহী চেয়ারম্যানে পরিণত হবেন। একই সঙ্গে তার পদে আসবেন আম্বানি পরিবারের বাইরের কেউ। প্রতিষ্ঠানটির ইতিহাসে এর আগে এমন আর কখনই হয়নি।

নতুন করে এমডি পদে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নিখিল মেস্বানির নাম শোনা যাচ্ছে। নিখিল মুকেশ আম্বানির ডান হাত সবচেয়ে আস্থাভাজন ব্যক্তি। পদে প্রতিষ্ঠানটির কার্যত প্রধান নির্বাহী মনোজ মোদিরও নাম শোনা যাচ্ছে। এছাড়া এমডি হওয়ার সম্ভাব্য তালিকায় নিখিল মেস্বানির ছোট ভাই হিতাল এবং আরেক নির্বাহী পরিচালক পিএমএস প্রসাদের নামও রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫