দূষণে কীর্তনখোলায় মাছ কমে যাচ্ছে —পরিবেশবিষয়ক সভায় বক্তারা

প্রকাশ: জানুয়ারি ১৩, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি বরিশাল

বরিশাল নগরীর সব শিল্পপ্রতিষ্ঠান তাদের রাসায়নিক বর্জ্য কীর্তনখোলা নদীতে ফেলছে। এতে নদীটির দূষণ বাড়ছে। ফলে কীর্তনখোলায় মাছের পরিমাণ কমে যাচ্ছে। দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেয়া না হলে কীর্তনখোলাকে বাঁচানো যাবে না বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। গতকাল নগরীর সার্কিট হাউজে পরিবেশবিষয়ক এক সভায় এসব কথা বলেন বক্তারা।

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব ড. একেএম রফিক আহমেদ।

সভায় বক্তারা বলেন, প্লাস্টিক ৫০০ বছরেও ধ্বংস হয় না। সেই প্লাস্টিক কীর্তনখোলাসহ বিভিন্ন নদীতে ফেলা হচ্ছে। যার ফলে নদী দূষণে মাছের প্রাচুর্য কমে যাচ্ছে।

সভায় পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সমন্বয়ক লিংকন বায়েন বলেন, ওষুধ কারখানার বর্জ্য কীর্তনখোলার মধ্যে পড়ছে। এসব কারখানা নগরীর মধ্য থেকে বহু বছর আগেই সরে যাওয়ার কথা থাকলেও বহাল থেকে পরিবেশ দূষণ করছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫