রাতকানা রোগ এখন ১ শতাংশেরও নিচে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: জানুয়ারি ১২, ২০২০

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকারের যথাসময়ে সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ করার ফলেই দেশে পোলিও নির্মূল হয়েছে। অন্যদিকে রাতকানা রোগও নেমে এসেছে ১ শতাংশেরও নিচে। সরকারের দূরদর্শিতায় আজ দেশে রাতকানা রোগ আর নেই বললেই চলে। এ সাফল্য ধরে রাখতে টিকাদান কর্মসূচিকে সফল করতে হবে। রাজধানীর শিশু হাসপাতালে গতকাল ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে টিকাদান কর্মসূচি উদ্বোধনকাল মন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী এর আগে ছোট ছোট শিশুর মুখে লাল ও নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। স্বাস্থ্যমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী প্রায় ২ কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রসঙ্গত, দেশব্যাপী ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত আরো ২০ হাজার অস্থায়ী ও ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এ টিকাদান কর্মসূচির কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫