পোশাক ক্রয়ের জন্য শিক্ষার্থীদের দুই হাজার টাকা করে দেয়া হবে —জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশ: জানুয়ারি ১২, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি মেহেরপুর

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, চলতি বছর থেকে বইয়ের পাশাপাশি নতুন পোশাক কেনার জন্য শিক্ষার্থীদের দুই হাজার করে টাকা দেয়া হবে। গতকাল বিকালে ৩ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে প্রশস্তকরণ করা জেলা সদরের আমঝুপি-গাড়াডোব সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে উপস্থিতদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করুন, আগামীতে সিঙ্গাপুর-আমেরিকার মতো সুযোগ-সুবিধা পাবেন। আগামীতে উন্নত রাষ্ট্রগুলোর মতো লেখাপড়া করিয়ে চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থাও করে দেব।

আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলী ও ঠিকাদার সরফরাজ হোসেন মৃদুল উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫