‘অজয় নয়, অভিনয়ের সেরা পরামর্শ দিয়েছিলেন বাবা’

প্রকাশ: জানুয়ারি ১২, ২০২০

ফিচার ডেস্ক

বলিউডের একসময়ের হার্টথ্রব অভিনেত্রী কাজল। অভিনেত্রী তার ক্যারিয়ারে ভালো অভিনয়ের পরামর্শ স্বামী অজয় নয়, বরং বাবার কাছ থেকে পেয়েছিলেন বলে সম্প্রতি তথ্য প্রকাশ করেন।

সম্প্রতি ভক্তদের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে অভিনয় জীবনে অভিনেত্রীর পরামর্শদাতা সম্পর্কে জানতে চাওয়া হয়। উত্তরে বাজিগরখ্যাত অভিনেত্রী তার বাবার কাছ থেকে অভিনয়ের পরামর্শ পেয়েছিলেন বলে জানান। তিনি বলেন, ‘‘অভিনয় জীবনে সেরা পরামর্শ আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। আমার বাবা আমাকে বলতেন, ‘একবার চুনা লাগ গায়া তো ফির লাগ গায়া, আব তো নেহি উত্রেগা কিন্তু আমি কখনই তাকে বিশ্বাস করিনি। আমি ভাবতাম, যেকোনো সময় আমি ফিল্ম ইন্ডাস্ট্রি, অভিনয় ছেড়ে দিতে পারি। আমি যা চাই সবসময় তা করতে পারি, আমাকে থামানোর জন্য কে আছে? তবে আমার বাবা ঠিক ছিলেন। ২৮, ৩০ বছর পরও আমি এখনো এখানেই আছি।’’

কয়েক সপ্তাহ ধরে কাজল অজয় দেবগন তানহাজি: দি আনসাং ওয়ারিয়র-এর প্রচারে ব্যস্ত। ১০ জানুয়ারি মুক্তির পর ঐতিহাসিক কাহিনীনির্ভর ছবি বক্স অফিসে দীপিকার ছপাক-এর সঙ্গে প্রতিযোগিতা করছে। কিছুদিন আগে কাজল-অজয় তাদের বন্ধু, পরিবার, আত্মীয়-স্বজনদের জন্য তানহাজি: দি আনসাং ওয়ারিয়র-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠান হোস্ট করেন।

তানহাজি: দি আনসাং ওয়ারিয়র সতের শতকে মারাঠী যোদ্ধা তানহাজি মালুসারির জীবন অবলম্বনে নির্মিত। মারাঠী যোদ্ধার চরিত্রেই অভিনয় করেছেন অজয় দেবগন। তানহাজি মালুসারি ছিলেন ছত্রপতি শিবাজীর সেনানায়ক। ছবিতে তানহাজির স্ত্রী সাবিত্রী মালুসারির ভূমিকায় অভিনয় করেন অজয়ের বাস্তব জীবনের স্ত্রী কাজল। ছবিতে প্রধান প্রতিপক্ষ উদয়ভান রাঠোর চরিত্রে রয়েছেন সাইফ আলী খান। ছবিটি পরিচালনা করেছেন ওম রাউত।

তানহাজি: দি আনসাং ওয়ারিয়র- অভিনয়ের মাধ্যমে অজয়-কাজল জুটি ১০ বছর পর আবারো পর্দায় একসঙ্গে জুটিবদ্ধ হন। সর্বশেষ জুটিকে ২০১০ সালে নির্মিত তানপুরকা সুপার হিরোয় দেখা গেছে।

 

সূত্র: পিংকভিলা


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫