মুজিব বর্ষ উপলক্ষে চবিতে বছরব্যাপী আয়োজন

প্রকাশ: জানুয়ারি ১০, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি চবি

বছরব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মুজিব বর্ষ উদযাপন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে পহেলা মার্চের প্রথম প্রহরে কোরআন খতম ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার মাধ্যমে মুজিব বর্ষের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে।

গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার নিজ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান। সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন মুজিব বর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান।

তিনি বলেন, মুজিব বর্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গৃহীত বছরব্যাপী আয়োজনের কর্মসূচি শুরু হবে পহেলা মার্চ কোরআন খতম ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার মাধ্যমে। এছাড়া আনন্দ শোভাযাত্রা, শর্ট ফিল্ম তৈরি, বিতর্ক প্রতিযোগিতা, ডকুমেন্টারি প্রদর্শনসহ নানা আয়োজন থাকছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেকান্দর চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের অধ্যাপক ড. এএফএম আওরঙ্গজেব, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক এবিএম আবু নোমান উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫