সিরাজগঞ্জে ভাতিজাকে হত্যায় চাচাসহ গ্রেফতার ৩

প্রকাশ: জানুয়ারি ০৯, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে কলেজছাত্র সোহেল তালুকদার হত্যা মামলায় নিহতের চাচা মোহন তালুকদার ও তার দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার ঢাকার নবীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল সিরাজগঞ্জ সদর থানার কর্মকর্তারা এ তথ্য জানান।

গ্রেফতারকৃত বাকিরা হলেন সিরাজগঞ্জের সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের মোশারফ হোসেন তালুকদার ওরফে মোহন তালুকদারের দুই ছেলে ইউসুফ রেজা ওরফে আলো ও মো. আল আমিন।

সদর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু জাফর বলেন, গতকাল দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাতদিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

প্রসঙ্গত, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৩ আগস্ট সকালে কান্দাপাড়া গ্রামের মোতালেব তালুকদারের বাড়িতে হামলা চালানো হয়। এতে মোতালেব তালুকদার ও তার ছেলে সোহেল তালুকদার আহত হন। ওইদিন সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মারা যান। এ ঘটনায় নিহতের মা শিউলি বেগম বাদী হয়ে থানায় ১৪ জনকে আসামি করে হত্যা মামলা করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫