১০ জানুয়ারি থেকে সান্তাহার স্টেশনে থামবে পঞ্চগড় এক্সপ্রেস

প্রকাশ: জানুয়ারি ০৯, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি বগুড়া

আগামী ১০ জানুয়ারি থেকে বগুড়ার সান্তাহার জংশনে যাত্রাবিরতি দেবে পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগরপঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। শুরুর দিকে ট্রেনটি শুধু চারটি স্টেশনে যাত্রাবিরতি দিত। গত সোমবার সান্তাহার জংশন ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনটির যাত্রাবিরতি-সংক্রান্ত নির্দেশনা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম জানান, ১০ জানুয়ারি থেকে সান্তাহার জংশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতি দেবে। সান্তাহার জংশনের জন্য মোট ১৩৩টি আসন বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে ১৫টি এসি চেয়ার ও ১১৮টি শোভন চেয়ার আসন রয়েছে। প্রতিদিন বিকাল ৫টা ৫ মিনিটে ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে পৌঁছবে এবং ৫টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। গত সোমবার টিকিট বরাদ্দ ও ট্রেনের যাত্রাবিরতির নির্দেশ পাওয়া গেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫