এয়ারবাসের ক্রয়াদেশ কমিয়েছে এভিয়ানকা

প্রকাশ: জানুয়ারি ০৯, ২০২০

বণিক বার্তা ডেস্ক

ক্রয়াদেশ কমানোর জন্য এয়ারবাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে লাতিন আমেরিকার উড়োজাহাজ সংস্থা এভিয়ানকা। এয়ারবাস থেকে ১০৮টির বদলে এ৩২০নিউ মডেলের ৮৮টি উড়োজাহাজ কিনবে এয়ারলাইনসটি। অর্থাৎ মূল চুক্তি থেকে ২০টি উড়োজাহাজ কম কিনবে এভিয়ানকা। খবর রয়টার্স।

লাতিন আমেরিকান কোম্পানিটি সম্প্রতি খারাপ সময় পার করছে। গত বছর ইউনাইটেড এয়ারলাইনস তাদের চেয়ারম্যানকে বহিষ্কার করে। শেয়ারহোল্ডার আগের চেয়ে বেশি নিয়ন্ত্রণ করছে এবং ঢেলে সাজিয়েছে নিজেদের নেতৃত্ব।

চলতি বছর ও ২০২৪ সালের পরিবর্তে উড়োজাহাজগুলো ২০২৫ ও ২০১৯ সালের মধ্যে নিজেদের বহরে সংযুক্ত করবে এভিয়ানকা। অন্যদিকে বোয়িংয়ের সঙ্গেও একটি চুক্তিতে পৌঁছেছে উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। কোম্পানিটির ৭৮৭-৯ মডেলের দুটি উড়োজাহাজ ক্রয়াদেশ স্থগিত করেছে এভিয়ানকা। উড়োজাহাজ দুটি ২০২১ সাল নাগাদ এয়ারলাইন্সটির বহরে যুক্ত হওয়ার কথা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫