নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ের সিদ্ধান্ত

প্রকাশ: জানুয়ারি ০৭, ২০২০

পেঁয়াজের সরবরাহ মূল্য স্বাভাবিক রাখতে বাজার অভিযান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাজারে পেঁয়াজ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ মূল্য তদারকির জন্য ব্যাপকভাবে অভিযান চালানো হবে। পাশাপাশি জেলা প্রশাসন দেশব্যাপী অভিযান জোরদার করবে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এরই মধ্যে বিভাগ জেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি মূল্য, ক্রয় মূল্যের চালান/রশিদ সংরক্ষণ রাখার অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে দোকানে বিক্রয় মূল্যের তালিকা টানিয়ে রাখার অনুরোধ করা হচ্ছে। অন্যায়ভাবে কোনো ব্যবসায়ীকে হয়রানি করা হবে না, কারসাজি করে অন্যায়ভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করলে, মূল্য বৃদ্ধি করলে বা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পেঁয়াজের আমদানি, সরবরাহ বিক্রয় মূল্যের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় তথা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। সরকার টিসিবির মাধ্যমে ঢাকাসহ দেশব্যাপী প্রায় ২০০ ট্রাক সেলে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি অব্যাহত রেখেছে। বাজারে চাহিদা থাকা পর্যন্ত বিক্রয় অব্যাহত থাকবে। এছাড়া অনেক আমদানিকারক সামাজিক সংগঠন বিভিন্ন জেলায় ন্যায্য মূল্যে ৪৫ টাকা ট্রাক সেলের মাধ্যমে পেঁয়াজ বিক্রয় করছে।বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫