বিএনপির নাম হওয়া উচিৎ বাংলাদেশ নেগেটিভ পার্টি: তোফায়েল

প্রকাশ: জানুয়ারি ০৬, ২০২০

আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘তারা (বিএনপি নেতারা) একের পর এক অহেতুক অভিযোগ করেন। তাদের দলের নাম বাংলাদেশ নেগেটিভ পার্টি হওয়া উচিত।’ নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা সমান সুযোগ পাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। 

আজ সোমবার বনানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলামের নির্বাচনী কার্যালয়ে তিনি এসব কথা বলেন। ঢাকার দুই সিটির নির্বাচন পরিচালনায় আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদকে দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ। তোফায়েল আহমেদ উত্তরের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্বে রয়েছেন।

বিএনপির দিকে ইঙ্গিত তুলে তোফায়েল আহামেদ বলেন, ‘একটা দল নির্বাচনে নেমেছে হতাশা নিয়ে। আপনারা যদি তাদের মুখের দিকে তাকান তাহলে দেখবেন তারা হতাশ। তারা বলে ‘আমরা জানি এই নির্বাচনে জিততে দেবে না, সুষ্ঠু হবে না, তবুও আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে অংশ নিয়েছি’। এই বক্তব্যের মাধ্যমে তারা ইতিমধ্যেই পরাজয় বরণ করে নিয়েছে।’

নির্বাচনী প্রচারণায় মন্ত্রী-এমপিরা সমান সুযোগ পাচ্ছে না অভিযোগ তুলে তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমদসহ অন্য শীর্ষ নেতারা মেয়র প্রার্থীদের প্রচারণায় অংশ নিতে পারলেও আওয়ামী লীগের এমপিরা পারবেন না, এটা হতে পারে না।’ এ বিষয়ে কথা বলতে নির্বাচন কমিশনে যাবেন বলে জানিয়েছেন সাবেক এই মন্ত্রী।

বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘মওদুদ এমপি নন, তিনি মিটিং করতে পারবেন, বক্তৃতা দিতে পারবেন তাতে কোনো বাধা নেই। আর আমরা এমপি, আমরা মিটিং করতে পারব না সেটা তো হয় না। তারা বলে লেভেল প্লেয়িং ফিল্ড, এটা কোন ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড হল?’

আওয়ামী লীগের প্রতিনিধি দল আগামীকাল এ বিষয়ে কথা বলতে নির্বাচন কমিশনে যাবে জানিয়ে তিনি বলেন, ‘তারা নির্বাচনে পরাজিত হয়েছে, সাবেক মন্ত্রী-এমপি। তারা যেতে পারবে, আমরা যেতে পারব না এটা তো হতে পারে না।’

আওয়ামী লীগ এই নির্বাচনকে ‘সাংঘাতিক গুরুত্বসহকারে’ নিয়েছে জানিয়ে এই সংসদ সদস্য বলেন, ‘আমরা এ নির্বাচনকে কোনোভাবেই বিতর্কিত করবো না, কোনোভাবেই না। ঢাকা শহরের মানুষ দেখবে একটা অবাধ নির্বাচন ঢাকা শহরে হয়েছে। আমরা সমস্ত শক্তি দিয়ে বিজয়ী হওয়ার চেষ্টা করবো।’

এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, মির্জা আজম, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল ও খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫